অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকের জন্ম ১৯৭৮ খ্রীঃ ২৫ জুলাই ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চর উত্তর বন্দ গ্রামে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি হলেও ১৯৯৪ খ্রীঃ মধুপুর উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. এবং ১৯৯৬ খ্রীঃ আনন্দমোহন সরকারি কলেজ থেকে এইচ.এস.সি. পরীক্ষা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি ২০০৩ খ্রীঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (তৎকালীন কলেজ অব টেক্সটাইল টেকনোলজি) থেকে বি.এস.সি. ইন টেক্সটাইল টেকনোলজি ডিগ্রী অর্জন করে দেশের বিভিন্ন সুনামধন্য টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চাকুরি করেন। ২০১৪ খ্রীঃ তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে বস্ত্র অধিদপ্তরে “সুপারিনটেনডেন্ট” হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। বর্তমানে তিনি নাটোর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অধ্যক্ষ (অ:দ:) হিসাবে কর্মরত আছেন। চাকুরীরত অবস্থায় তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় হতে এম.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করেন।
১৬ই মে, ২০২২ ইং | ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৩ হিজরী